বন্দরনগরী চট্টগ্রামে শীর্ষ অপরাধী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে শোনা যায়, তিনি বলছেন, কাড়ি কাড়ি টাকা ঢেলে তিনি তার স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসবেন।
নেট দুনিয়ায় তুমুল চর্চার কেন্দ্রে থাকার ভিডিও বার্তায়, ডজনের বেশি মামলার আসামি ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদকে সাত থেকে দশ দিনের মধ্যে ছাড়িয়ে আনার হুশিয়ারিও দিয়েছেন তামান্না শারমিন।
ভিডিওতে তিনি বলেন, আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আমার জামাই গতকাল (শনিবার) রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। আপনারা যারা ভাবতেছেন, আর কোনো দিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা।
এ সময় স্বামী সাজ্জাদের প্রতিপক্ষকে হুমকি দিয়ে শারমিন বলেন, এখন যারা এই ঘটনা ঘটাইছে, তাদেরকে ছাড় দেয়া হবে না; মাথায় রাইখো। এতোদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষে আমার কাছে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছো সবাই দোয়া করবা, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।
শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। এর আগে তাঁকে ধরতে ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এর আগের দিন নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ হোসেন।
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেপ্তারের পর রাতেই তাকে নিয়ে চট্টগ্রাম নিয়ে আসে পুলিশ।