খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে মাছ ও শামুক সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরী ও এক তরুণী মারা গেছে। এসময় শিশুটি পানিতে পড়ে গেলে তরুণীটি তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এতে তলিয়ে যায় দুই জনই। পরে স্থানীরা তাদের মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের নলছড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
খবরটি নিশ্চিত করেছেন ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা।
নিহতরা হলো- ওই গ্রামের বিদেশ চাকমার মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী পিয়াসী চাকমা (১৪) ও রূপায়ন চাকমার মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়া চাকমা (২৫)। রিয়া চাকমা মূলত অস্বাভাবিক (প্রতিবন্ধী)। যার কারণে বয়স ২৫ বছর হলেওসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সকালে ভাইবোনছড়া বাজারের কাছে চেঙ্গী নদীর বৈরাগীর মোর নামক স্থানে কয়েকজন মাছ ও শামুক সংগ্রহ করতে যায়। হঠাৎ করে রিয়া পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারে পিয়াসীও নদীতে ঝাঁপ দেয়। এসময় এক সঙ্গে দুই জন পানিতে তলিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করে দুটি মরদেহ উদ্ধার করে।
ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাতু মনি চাকমা জানান, পিয়াসী তার স্কুলের শিক্ষার্থী।