নরসিংদীর শিবপুরের সাধারচরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সন্ধ্যায় শিবপুরের দক্ষিণ সাধারচরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীম আক্তার (১৩) পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
আহতরা হলেন, নিহতের বাবা মোহাম্মদ আলী (৪৫), ফুফু মাকসুদা আক্তার (২০) ও চাচা সাইদুল (২৪)।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, মীম তার বাবা, ফুফু ও চাচার সাথে ঈদের কেনাকাটা করতে নরসিংদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে তাদের বহন করা সিএজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। বাকিদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এর চালক ও সহকারী পালিয়েছে।