টাঙ্গাইলের প্রবীণ শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যাপক মির্জা মো. আবদুল মোমেন মারা গেছেন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মেয়ে একাত্তর টেলিভিশনের অনুষ্ঠানপ্রধান শবনম ফেরদৌসী জানান, অধ্যাপক মির্জা মো. আবদুল মোমেন বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মরহুমের জানাজা নামাজ বাদ আসর শিবনাথ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
মির্জা মো. আবদুল মোমেন ১৯৪০ সালের ৩০ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি দীর্ঘদিন করটিয়া সাদত সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা এবং প্রতিষ্ঠানটির অর্থনীতি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ছিলেন।
অবসর গ্রহণের পর অধ্যাপক মির্জা মো. আবদুল মোমেন শিশুদের জন্য ড্যাফোডিল ইংরেজি মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যয়নকালেই তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। তিনি টাঙ্গাইল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক দ্য ডেইলি অবজারভারের স্থানীয় প্রতিনিধি ছিলেন।
এদিকে টাঙ্গাইলের যে কোনো সঙ্কট মোকাবিলায় তিনি ছিলেন অভিভাবক স্থানীয়। রোটারিক্লাব থেকে শুরু করে নানাবিধ সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন অধ্যাপক মির্জা মো. আবদুল মোমেন।
তার মৃত্যুতে এক বার্তায় গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে একাত্তর টেলিভিশন।