রাজবাড়ীতে একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মজলিশপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালক আব্দুর রহিম ঢাকা মহানগরের যাত্রাবাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে গোয়ালন্দ মোড়ের দিক থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলো ট্রাকটি। এসময় মজলিশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির। এতে গুরুতর আহত হন কাভার্ডভ্যানের চালক রহিম।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী জেলার আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান আছে।