নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর এলাকার বৌবাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুছ মিয়া (৩৭) রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুরের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে শহরে ইজিবাইক চালাতেন।
নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো দুপুরে ইজিবাইক নিয়ে বের হন ইউনুছ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে ইজিবাইকের চালককে ছুরিকাঘাত করে অভিযুক্ত। তাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।