রাজবাড়ীতে বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলায় খালাস পেয়েছেন তিন জন।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।
মৃত্যুদণ্ডের আসামিরা হলেন, কুষ্টিয়া জেলার খোকসা থানার বারইপাড়া গ্রামের আরিফ মোল্লা ও একই এলাকার রুহুল আমীন।
যাবজ্জীবন সাজার আসামিরা হলেন, রাজবাড়ী জেলার সামাদ মণ্ডল, একই এলাকার ওয়াহেদ আলী প্রামাণিক, পাবনার রশিদ কাজী, কুষ্টিয়ার রাজিব মোল্লা, সবুজ মোল্লা ও সাগর মোল্লা।
নিহত বালু ব্যবসায়ী শাফিন খান কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের আবু বক্কর খানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বালু ও মাটি ব্যবসার দ্বন্দ্বে গত ২০১৭ সালের ১৭ ডিসেম্বর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের শাফিনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন ১৮ ডিসেম্বর নিহতের ভাই মো. ফরিদ হাসান খান পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন। রায়ে আমরা সন্তুষ্ট।