মানিকগঞ্জ জেলা বিএনপির সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আহবায়ক করা হয়ৈছে আফরোজা খানম রিতাকে। কমিটির অপর ছয় সদস্য হলেন- এস এ জিন্নাহ কবির, আজাদ হোসেন খান, আতাউর রহমান, নুরতাজ আলম, সত্যেন কান্ত পণ্ডিত ও গোলাম আবেদিন।
এদিকে কমিটি ঘোষণার খবরে জেলা শহরে আনন্দ মিছিল করেছেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
এর আগে ২০১৩ সালের আট জুন আফরোজা খান রিতাকে সভাপতি এবং মঈনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি করা হয়েছিল।
এরপর ২০১৯ সালের এক জুলাই জামিলুর রশিদ খানকে আহবায়ক ও এসএ জিন্নাহ কবিরকে সদস্য সচিব করে ৬৩ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়।
২০২১ সালের ১৪ মার্চ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির নির্বাচিত কমিটিতে আফরোজা খান বিপুল ভোটে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এসএ জিন্নাহ কবির।