ঘন কুয়াশায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের চালক ও হেলপারকে চাপা দিয়েছে আরেকটি ট্রাক। এ ঘটনায় ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার আগে ওই সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে চালক ও হেলপার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় অপর একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।