রাজবাড়ী প্রেস ক্লাবে শেখ হাসিনার নামে থাকা ফল ভেঙে দিয়েছেন বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, শেখ হাসিনার নাম কালি দিয়ে ঢেকে দেওয়ার পর আবারও দৃশ্যমান হলে ফলকটি ভেঙে দেওয়া হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রেসক্লাব ভবনের প্রথম ও দ্বিতীয় তলার দুটি ফলক হাতুড়ি দিয়ে ভাঙা হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মিরাজুল মাজিত তুর্য্য, হাসিবুল হাসান, ফাহাদুল ইসলামসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী হাসিবুল জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তারা রাজবাড়ী প্রেসক্লাব ভবনে শেখ হাসিনার নামফলক কালো কালি দিয়ে মুছে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তারা দেখতে পান কে বা কারা ওই কালি মুছে নামটি আবার দৃশ্যমান করেছে। যার কারণে আজ সেটি ভাঙা হলো।