নারায়ণগঞ্জে নিখোঁজের ছয় দিন পর কাশবন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) জেলার সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকায় বালুর মাঠে কাশবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সিরাজুল ইসলাম (৭০)। তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে মরদেহে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশে এসে মরদেহ উদ্ধার করে।
সিরাজুল ইসলামের বড় ছেলে শামীম রেজা বলেন, গত ছয় এপ্রিল বেলা ১১টার দিকে বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও না পেয়ে আট এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।