ঈদযাত্রায় উত্তরবঙ্গের লেনে গাড়ি চাপ বাড়লে ঢাকামুখী গাড়ির জন্য বিকল্প ভাবছে টাঙ্গাইলের পুলিশ। তারা বলছেন, যদি ওই লেনে গাড়ি চাপ থাকে তাহলে ভুয়াপুরের গোল চত্বরে থেকে এলেঙ্গা লিংক রোড দিয়ে ঢাকামুখী গাড়িগুলো পাঠানো হবে। ঘরমুখো মানুষকে যে কোনোভাবে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
বুধবার (৪ জুন) বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার মিজানুর রহমান এসব কথা বলেন।
এসময় পুলিশ সুপার বলেন, মহাসড়কে ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট নেই।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান, রবিউল ইসলাম রবি, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া আক্তার, কালিহাতি থানার অফিসার ইনচার্জ পানি খান, জাকির হোসেনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।