নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৯ জুন) রাতে জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকার সাইফং ফ্যাক্টরির সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম শাহরিয়া হাসান আকাশ (২৯)। তিনি তারাবো সুলতানবাগ এলাকার দৈনিক ইনকিলাব পত্রিকার রূপগঞ্জের সাবেক প্রতিনিধি আবুল হাসান আসিফের ছেলে। আকাশ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা ছিলেন।
নিহত অপর ব্যক্তি ওই অটোরিকশার চালক (৩৫)। তবে তার পরিচয় জানা যায় নাই। আহতরা হলেন- আকাশের দুই বন্ধু সায়মন (২৯) ওতামিম সরকার (২৯)।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, রাতে তারা তারাবো বিশ্বরোড এলাকা থেকে অটোরিকশা যোগে তারাবো সুলতানবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন। রিকশাটি ওই ফ্যাক্টরির সামনে পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতো রিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত হয় আকাশ ও তার দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।