মেহেরপুরের মুজিবনগরে পাখিভ্যান ও ট্রলির সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দারিয়াপুর গ্রামে নতুন ক্যাম্পের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক ওয়াজ আলী (৫৫) দারিয়াপুর গ্রামের পুকুরপাড়ার মৃত আব্দুল আলী ছেলে এবং এক কন্যা ও পুত্র সন্তানের জনক।
স্থানীয়রা জানান, আজিজুল তার ট্রলি নিয়ে মাঠে যাওয়ার পথে ওয়াজের পাখিভ্যানের সংঘর্ষ ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকিব জানান, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াজ আলীর ভাই মনিরুল ইসলাম সেন্টু জানান, পারিবারিকভাবে আলোচনা অনুযায়ী থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।