সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

বাসের সাথে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে রনি হাওলাদার (২৪) এবং একই এলাকার জাফর খানের ছেলে রাব্বি খান (২৫)। আহত ফয়সাল ও মিজানের বাড়িও একই এলাকায়।

আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা জেলা এবং পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের মধ্যে রাব্বি খান ভাড়ায় মোটরসাইকেল চালক। হতাহত চারজনে একটি মোটরসাইকেলে করে বাগেরহাটে আসছিলেন। বাগেরহাট আদালতে তাদের মামলার হাজিরা ছিল বলে জানা গেছে। হতাহতদের মধ্যে রাব্বি ছাড়া অপর তিনজন সুন্দরবনের নদী-খালে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন।

কাটাখালী হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে বরিশাল গামী ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাস ‘দক্ষিণ বাংলা’ বৈটপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর দুইজন আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।

বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউল আদনান রুমেল জানান, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনের আগেই মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে ওই বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

 

একাত্তর/জো
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে আলাদা দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
রাঙ্গামাটিতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহত...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্স চালক আমির হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে থেমে থাকা ট্রাকে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রাকের হেলপার চান মিয়া নিহত হয়েছেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত