মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় রশি পেঁচিয়ে আম গাছের একটি ডালের সাথে ঝোলানো ছিলো দেহটি। পূজার টানা কয়েকদিনের ছুটি শেষে রোববার কলেজ খোলা হয়। বন্ধের মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে।
উদ্ধার মরদেহের বেশিরভাগ অংশই পোকায় খেয়ে ফেলায় প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে দুর্গন্ধ বের হলে সেখানে গিয়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। একইসাথে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।