অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনকে মূল লক্ষ্য ধরে সংস্কার করতে হবে। যতোটুকু সংস্কার প্রয়োজন, সেটুকু করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচনের জন্য সংস্কারের কোনো আপত্তি নাই। কিন্তু সংস্কার করে নির্বাচন, এটা জনগণ মানবে না।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিএনপি আয়োজিত বিজয় দিবসের শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সংবিধান সংযোজন, সংশোধন, পরিমার্জন কোনোটাই করা যাবে না উল্লেখ করে সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, এটা করতে পারে একমাত্র নির্বাচিত সরকার।
সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।
পরে বিজয় দিবসের বিশাল শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।