সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
 

জুলাইয়ে পুলিশের গুলিতে আহত এনামের দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট : ১৩ মে ২০২৫, ০৬:৩০ পিএম

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (১৩ মে) দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতা এনামের বাড়িতে যান। এসময় তারা পরিবারের সদস্যদের কাছে তারেক রহমানের বার্তা ও আর্থিক অনুদান তুলে দেন। 

এসময় বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এনাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। যশোর আসার পর তার অসুস্থতার কথা আমরা জানতে পারি। এরপর থেকে তার চিকিৎসা ব্যয় বিএনপি নিয়েছে। সবশেষ তারেক রহমান তার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। 

অমিত বলেন, তারেক রহমান বার্তা পাঠিয়েছেন- জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে এনামসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হবে। এছাড়া তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আহত এনাম জানান, গত চার আগস্ট উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করে। পরিবারের পক্ষ থেকে ঢাকায় রেখে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিলো। তাই যশোরে ফিরে এসেছেন। তবে চিকিৎসা এখনও শেষ হয়নি। 

এনাম জানান, তিনি কখনও কর্মক্ষম হতে পারবেন না। এমন অবস্থায় তারেক রহমান ও তার দল বিএনপি পাশে দাঁড়ানোয় মনোবল ফিরে পেয়েছেন এবং খুশি হয়েছেন।

এনামের বাড়িতে দুই কেন্দ্রীয় নেতার সঙ্গে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা যুবদলের সভাপতি আনছারুল হল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মুষলধারে বৃষ্টির মধ্যেই যশোরের রূপদিয়া রেলস্টেশনে এক নারী সন্তান প্রসব করেছেন। এমন পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
যশোরে আদালত চত্বর থেকে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ৪ আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হন তিনি।
এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে...
পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে না আনার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সে রাজনৈতিক বিশ্বাস, বিশ্বাসের...
সুনামগঞ্জে একদল অবৈধ অস্ত্রধারীর সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ করেছে পুলিশ। তবে কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত