সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

সাতক্ষীরার তৎকালীন ডিসি, এসপিসহ ২৫ জনের নামে মামলার নির্দেশ

আপডেট : ২৬ মে ২০২৫, ০৭:৩১ পিএম

সাতক্ষীরার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ১৫ কর্মকর্তা ও আওয়ামী লীগের ১০ নেতাকর্মীর নামে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাতক্ষীরার তৎকালীন ডিসি ও বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, তৎকালীন এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো. ইনামুল হক।  

তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালের এক জানুয়ারি মো. ওবায়দুল্যাহ নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর, লুট ও আগুন দেওয়া হয়। পরে বুলডোজার দিয়ে বাড়ির ক্ষতি করা হয়।  

সোমবার (২৬ মে) দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মায়নুদ্দিন ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে সাতক্ষীরা সদরের শাকরা কোমরপুর এলাকার বৈচনা গ্রামের মো.ওবায়দুল্যাহ বাদি হয়ে এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে ওই এজাহার জমা দেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে তদন্ত সাপেক্ষে মামলার এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।  

বাদির আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান, ২০১৪ সালের এক জানুয়ারি আসামিরা যোগসাজসে ওবায়দুল্যাহ বাড়ি ভাঙচুর, লুট ও আগুন দেয়। একই সঙ্গে বুলডোজার দিয়ে বাড়ির ক্ষতি করে। ওই সময়ে রাজনৈতিক পরিস্থিতির কারণে পুলিশ তখন এ মামলাটি আমলে নেয়নি। তাই দীর্ঘ ১৫ বছর পর কোটি টাকার ক্ষতিপূরণ ও আসামিদের উপযুক্ত শাস্তিসহ সুষ্ঠু বিচার কামনা করেছেন বাদি।  

বাদি ওবায়দুল্যাহ জানান, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার আস্থাভাজন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির দেশ থেকে পালিয়ে যায়। তবে বহাল তবিয়তে আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব নাজমুল আহসান।  

তিনি বলেন, নাজমুল আহসানের সময়ে শুধু সাতক্ষীরা জেলাতেই রাজনৈতিক সহিংসতায় ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে যৌথবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ২৭ জন। এদের সবাই স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী। এছাড়া ২০১৪ সালের এক জানুয়ারি বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দিয়ে লুটপাট করে তৎকালিন সরকারের পেটুয়াবাহিনী। যার নের্তৃত্বে ছিলেন তখনকার ডিসি নাজমুল আহসান।

একাত্তর/এসি
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) রেকর্ড পরিমাণ শুকনো বা গুঁড়া হলুদ আমদানি হয়েছে।
জরুরি বিভাগে রোগীর চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তির পর ‘চিকিৎসা দিতে দেরি হয়েছে’, এমন অভিযোগ তুলে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন এক রোগীর স্বজনরা।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদী সংলগ্ন ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি। 
সাতক্ষীরায় নিজ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে স্বামীর মরদেহ পড়ে থাকতে এবং স্ত্রীর গলায় ওড়ান প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্বামীকে হত্যার পর গৃহবধূ আত্মহত্যা...
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন গড়িমসি করায়, কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপর, মঙ্গলবার ক্রেমলিন...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন। এ বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে...
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত