শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাগিচাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাইসা মনি (দেড় বছর) ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে।
নিহতের পরিবারের বরাতে স্থানীয় রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন জানান, রাইসা মনি বাড়ির আঙিনায় খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।