জামালপুরে দুটি আলাদা সড়ক দুর্ঘটনা তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। শনিবার (৮ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত জামালপুর পৌর শহরে আলাদা এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু।
এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাক চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এসময় ট্রাকের চালকসহ তিন জন আহত হয়।
অপরদিকে, সকালে জামালপুর থেকে ময়মনসিংহগামী দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল পাথরবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শাওন নিহত হন। তিনি বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার বাসিন্দা। আহত হন আরও জন।
তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এর আগে, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১২টা দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারকেলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মধুপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক স্থানীয় বাজারের চা বিক্রেতা আনিছুর রহমানকে চাপা দেয়া। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
একই সময় জামালপুর-টাঙ্গাইল সড়কের জামতলী বাজারের চেকপোস্টে দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ একটি ট্রাককে থামাতে সিগন্যাল দেন। কিন্তু গাড়িটির চালক তা অমান্য করে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন ওই পুলিশ সদস্য। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিক জানান, আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।