সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

জামালপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত চার

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১:২৩ পিএম

জামালপুরে দুটি আলাদা সড়ক দুর্ঘটনা তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। শনিবার (৮ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত জামালপুর পৌর শহরে আলাদা এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। 

এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাক চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এসময় ট্রাকের চালকসহ তিন জন আহত হয়।

অপরদিকে, সকালে জামালপুর থেকে ময়মনসিংহগামী দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল পাথরবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শাওন নিহত হন। তিনি বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার বাসিন্দা। আহত হন আরও জন। 

তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এর আগে, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১২টা দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারকেলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মধুপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক স্থানীয় বাজারের চা বিক্রেতা আনিছুর রহমানকে চাপা দেয়া। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

একই সময় জামালপুর-টাঙ্গাইল সড়কের জামতলী বাজারের চেকপোস্টে দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ একটি ট্রাককে থামাতে সিগন্যাল দেন। কিন্তু গাড়িটির চালক তা অমান্য করে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন ওই পুলিশ সদস্য। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিক জানান, আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও  চার জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্স চালক আমির হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে থেমে থাকা ট্রাকে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রাকের হেলপার চান মিয়া নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক আক্তার হোসেন (৫৬) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত