সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

নাটোরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী আইসিইউতে, গ্রেপ্তার দুই

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পিএম

নাটোরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে অপহৃত সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী দেলোয়ার হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মো. আ. হ. ম. মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন। 

এদিকে সোমবার রাতে ভুক্তভোগী দেলোয়ার হোসেনের বড় ভাই মজিবর রহমান অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। 

পরে অপহরণের ঘটনার সিসিটিভির ফুটেজ দেখে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিন দিবাগত রাত দুইটার দিকে জেলার সিংড়া উপজেলা থেকে নাজমুল ও বাবু নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার দুপুর তিনটার দিকে নাটোর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ের ভেতর থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেনকে অপহরণ করে একদল সন্ত্রাসী।

সিসিটিভির ফুটেজে দেখে উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অন্তর পারভেজ মোহন, শেরকোল যুবলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন, কলম ইউপি যুবলীগের সেক্রেটারি নাজমুল হক কাজল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিফাদ মাহমুদ পিয়াস, জাহিদকে চিহ্নিত করে পুলিশ।

অপহরণ ও মারধরের ঘটনায় জড়িতরা অপর প্রার্থী লুৎফুল হাবীব রুবেলের  ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত। এমনকি ওই সময় লুৎফুল হাবীব‌ রুবেলের ব্যক্তিগত কালো রঙের গাড়ি সেখানে ছিলো বলে জানায় স্থানীয়রা।

এই বিষয়ে জানতে চাইলে লুৎফুল হাবীব‌ রুবেল বলেন, তার গাড়ি ভাড়া নিয়ে অন্যরা সেখানে যেতে পারে। তিনি বিষয়টি পুরোপুরি জানেন না।

লুৎফুল হাবীব‌ রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান। 

একাত্তর/এসি
নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। 
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আল আমীন নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
নাটোরে ভিডিও ও ছবি নেওয়ার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নাকচ হয়েছে।
তাদের উদ্দেশে আমরা বলে দিতে চাই, নির্দিষ্ট তারিখ ঘোষণা করে সেই তারিখে নির্বাচন দিতে হবে। দ্রুত সময়ের ভেতরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। অন্তত মানুষ আশ্বস্ত হোক, অমুক তারিখে ভোট হবে।
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত