সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

চাঁপাই সীমান্তে গুলিতে ‘কৃষক’ আহতের অভিযোগ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি ‘কৃষক’ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এই তথ্য জানালেও বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করে নাই। এমনকি আহত ব্যক্তি যে কৃষক হতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজিবি।

শনিবার (২৫ জানুয়ারি) ভোর চারটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে।

আহতের নাম মো. হাবিল আলী (৩২)। শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের বাসিন্দা। 

আহতের ভাই জামাল আলীর দাবি, ফজরের আজানের সময় তার ভাইসহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। তার আরও দাবি, ভাইয়ের নামে চোরাচালান সংক্রান্ত কোনো মামলা নাই।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান, ভোর সাড়ে চারটার দিকে কৃষক হাবিল আলি তার গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দিচ্ছেন। এ সময় তারা ৪/৫ রাউন্ড গুলির শব্দ পেয়েছেন।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে বিজিবির নির্দেশনায় সন্ধ্যা ছয়টার পর সীমান্তে না যাওয়ার নির্দেশনা দিলেও ভোরের আগেই তিনি কেন গেলেন তা গ্রহণযোগ্য নয়।

অপরদিকে ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া দাবি, রাতে চোরাচালানকারী দলের সদস্যরা ভারতে প্রবেশের চেষ্টার জন্য সীমান্তে অবস্থান করছিল। এ সময় বিএসএফ ৩/৪ রাউন্ড গুলি ছুড়েছে। ওই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহত ব্যক্তি কৃষক কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাত তিনটার দিকে সীমান্তে কারা যায়?

একাত্তর/এসি
সীমান্ত হত্যার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়। 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় পথ ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।  
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
দেশের বিভিন্নস্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত