কুষ্টিয়ায় সাতসকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলার মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী তানিয়া খাতুন (৩২)। তিনি ভেড়ামারা উপজেলার গোলপনগরের কালাম মাস্টারের মেয়ে। অন্যজন অটোরিকশার চালক। তবে তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে অটোরিকশাটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারার দিকে যাচ্ছিলো। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ১০ চাকার ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী তানিয়া ও চালক ঘটনাস্থলেই নিহত হন।
কুষ্টিয়া-হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়েছেন।