কুষ্টিয়ায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে সামনের গাড়ির দুই আরোহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে মারা যান।
মঙ্গলবার (২০ মে) বিকেল পৌনে চারটার দিকে জেলার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টরের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আহসান হাবিব তুষার (৩৫) ও রাব্বি (৩০)। তুষার ঝিনাইদেহ একটি বেসরকারি ফিড মিলে কর্মরত ছিলেন। আর রাব্বি ছিলেন মুদি ব্যবসায়ী। তাদের বাড়ি কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায়।
স্থানীয়রা জানান, বিকেলে তারা মোটরসাইকেলযোগে কোরবানির ছাগল কিনতে যাচ্ছিলেন। ওই এলাকায় এলে বেপরোয়া অপর একটি মোটরসাইকেল তাদের পেছনে ধাক্কা দেয়। এতে একই দিকে যাওয়া ড্রাম ট্রাকের চাকায় তারা পিষ্ট হন। এসময় ঘটনাস্থলেই মারা যান তুষার। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।