সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর আগে বিভিন্ন সময় কুড়িগ্রাম এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।

বুধবার (১৮ জুন) ভোর পৌনে পাঁচটার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে তাদের পুশইন করে। 

এর আগে ভারতীয় পুলিশ ভারতের দিল্লির হরিয়ান এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদের আটক করে। 

৫৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু পুশইন হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে জানান, তারা ১০ বছরে আগে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর দিল্লির হরিয়ান এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। বিএসএফ পুশইন করার পর বিজিবি তাদের হেফাজতে নেয় এবং তথ্য যাচাই করে। 

তিনি জানান, ওই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দেশে ফেরত পাঠানোদের মধ্যে অনেকের অভিযোগ, বিএসএফ কয়েকদিন ধরে আটকে রাখলেও ঠিক মতো খেতে দেয়নি। এমনকি শিশুদেরও ঠিক মতো খেতে দেওয়া হয়নি। 

এর আগে দুই দফায় গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে গত ২৮ মে রাতে ১৭ জন ও  তিন জুন ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আট জনকে পুশইন করে বিএসএফ।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের একটি আঞ্চলিক সড়ক দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে থাকায় এবং সড়কটির মেরামত কিংবা নতুন করে নির্মাণ না হওয়ায় সড়কে ধানের চারা রোপণ করে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
সীমান্ত হত্যার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়। 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় পথ ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।  
দেশের বিভিন্নস্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত