চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর আগে বিভিন্ন সময় কুড়িগ্রাম এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।
বুধবার (১৮ জুন) ভোর পৌনে পাঁচটার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে তাদের পুশইন করে।
এর আগে ভারতীয় পুলিশ ভারতের দিল্লির হরিয়ান এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদের আটক করে।
৫৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু পুশইন হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে জানান, তারা ১০ বছরে আগে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর দিল্লির হরিয়ান এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। বিএসএফ পুশইন করার পর বিজিবি তাদের হেফাজতে নেয় এবং তথ্য যাচাই করে।
তিনি জানান, ওই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দেশে ফেরত পাঠানোদের মধ্যে অনেকের অভিযোগ, বিএসএফ কয়েকদিন ধরে আটকে রাখলেও ঠিক মতো খেতে দেয়নি। এমনকি শিশুদেরও ঠিক মতো খেতে দেওয়া হয়নি।
এর আগে দুই দফায় গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে গত ২৮ মে রাতে ১৭ জন ও তিন জুন ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আট জনকে পুশইন করে বিএসএফ।