সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত ও টাকা আদায়, গ্রেপ্তার তিন

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ পিএম

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে জরিমানা আদায়ের অভিযোগ তিন জনকে গ্রেপ্তার করছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা জেলার বিভিন্ন এলাকা থেকে এই কায়দায় টাকা আদায় করে আসছিল।

মঙ্গলবার দুপুরে জেলা শহরে বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি নামের একটি কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় সংগঠনটির আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে।

গ্রেপ্তাররা হলেন- সংগঠনটির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম (৫২), সহসভাপতি আমিনুল ইসলাম (৪৭) ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম (৪৫)। তিন জনের মধ্যে ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালন করতেন আমিনুল।  

বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির চেয়ারম্যান নাজমুন নাহারের সই করা পঞ্চগড় জেলা কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি লুপনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া পায়েল, সাংগঠনিক সম্পাদক সোলেমান আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক শফিউল আলম প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক মাজিদা আক্তার ও জেসমিন আক্তার। 

১০ সদস্যের এই ভূয়া ভ্রাম্যমাণ আদালত টিম সোমবার পঞ্চগড়ের বিভিন্ন এলাকার ১০টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের জরিমানা করে টাকা আদায় করে বলে অভিযোগ পাওয়া গেছে। 

ভুক্তভোগীরা জানায়, সংগঠনটির ১০ সদস্য বিভিন্ন স্থানে নিজেদের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায় করে আসছিলেন। গ্রামের সহজ-সরল মানুষের দোকানে অভিযানের নামে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সোমবার তাদের জরিমানা করা একটি রশিদ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা বাজারের দোকানদার তরিকুল ইসলাম বলেন, তারা চার জন একটি মাইক্রোবাসে করে আমাদের বাজারে আসে। এ সময় নিজেদের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আমাদের জানায় তাদের দুই লাখ টাকা জরিমানা করার ক্ষমতা রয়েছে। সেখান থেকে তারা প্রথমে ১০ হাজার টাকা জরিমানা করতে চায়। পরে দুই হাজার টাকা জরিমানা করে টাকা নিয়ে দ্রুত চলে যায়। পরে সন্দেহ হলে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে নিশ্চিত হই এরা প্রতারক।  

সংগঠনটির পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও আটক মফিজুল ইসলাম বলেন, আমাদের নতুন কমিটি হয়েছে। আমরা প্রাকটিস করছিলাম। আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের ছোট ছোট জরিমানা করেছি। কেন্দ্রীয় নেতারা বলেছেন, আমরা ছোটখাটো জরিমানা করতে পারবো। কিন্তু ম্যাজিস্ট্রেট ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায় কিনা এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক শেখ সাদী জানান, মঙ্গলবার দুপুরে একই কায়দায় মাইক্রোবাস নিয়ে তারা অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তিন জনকে আটক ও পরে পঞ্চগড় সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়। 

তিনি বলেন, এই চক্রটি বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের নামে জরিমানা করছিল। শুধু পঞ্চগড় নয় অন্য জেলাতেও এমনটি করেছে। তাদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই। কখনও ম্যাজিস্ট্রেট, পুলিশ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয় না। তাদের বিরুদ্ধে ভুক্তভোগীরাই মামলা করছে। সংগঠনটির কোনো কার্যালয় যেন না থাকে আমরা সেই ব্যবস্থা নেবো। 

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন, এ ঘটনায় থানার মামলার প্রক্রিয়া চলছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

একাত্তর/এসি
নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে দ্বিতীয় বারের মতো আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। আগুনে...
ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের চারটি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ীতে ভ্যানে করে মরা মুরগি কেটে মাংস বিক্রি করায় একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইক চুরি করতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। পরে তার মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে, তিনি একজন ধর্ষক ও ভয়ঙ্কর খুনি। সেই সঙ্গে রহস্য উন্মোচন হয়েছে এক ক্ষত বিক্ষত নারীর মৃত্যুর কারণও।
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে হস্তক্ষেপ ও পাঠ্যপুস্তক ছাপানোয় কমিশন বাণিজ্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে...
জলবায়ু সঙ্কট মোকাবিলায় আঞ্চলিক ও বিশ্বনেতাদের এক সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ স
স্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষস্থান বজায় রাখার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হতে এগিয়ে যাচ্ছে ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’। চলছে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত