সিলেটে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ আট জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বুধবার (১৮ জুন) বিকেলে জেলার জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাহাব উদ্দিন সাবু (৪৮)। তিনি জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের রাড়িগ্রামের শফিকুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক মারা যান।
দুর্ঘটনায় আহত বর, কনেসহ অন্যদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, অটোচালকের মরদেহ বর্তমানে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।