সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

সকালের সিদ্ধান্ত সন্ধ্যায় বদল, বন্ধ হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১:৫১ পিএম

২৪ ঘন্টার অতিবাহিত হবার আগেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়টির পাবলিক রিলেশন অফিসার মোঃ শাহ্‌ আলী স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার দায়ে অভিযুক্ত প্রভাষক ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত ও চলমান পরীক্ষা স্থগিত করা হলেও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার কোনো সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় নেওয়া হয়নি। 

উল্লেখ্য যে, বিজ্ঞপ্তিটি পহেলা অক্টোবর রাতে প্রেরণ করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্যাড ও মোঃ শাহ্‌ আলীর স্বাক্ষরে ছিল গতকালের (৩০ সেপ্টেম্বর) তারিখ। 

এর আগে, একইদিন প্রথম প্রহরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ সোহ্রাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিন্ডিকেট সভার বরাত দিয়ে জানানো হয়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম বাদে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজে চুল কাটার প্রমাণ মিলেছে: তদন্ত কমিটি

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রাতে বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন তুহিন (২৫) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরই পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করলে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন দায়িত্বে থাকা তিনটি পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।


একাত্তর/এসএ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রেজিস্টার, প্রক্টরসহ ৯ পদে দায়িত্ব পালন করা অধ্যাপক  ড. সন্তোষ কুমার বসুকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে তিনটি কমিটি কাজ করছে। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে কমিটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছে হাইকোর্ট। পুনরায় পরীক্ষা কেন নেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত