২৪ ঘন্টার অতিবাহিত হবার আগেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়টির পাবলিক রিলেশন অফিসার মোঃ শাহ্ আলী স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার দায়ে অভিযুক্ত প্রভাষক ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত ও চলমান পরীক্ষা স্থগিত করা হলেও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার কোনো সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় নেওয়া হয়নি।
উল্লেখ্য যে, বিজ্ঞপ্তিটি পহেলা অক্টোবর রাতে প্রেরণ করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্যাড ও মোঃ শাহ্ আলীর স্বাক্ষরে ছিল গতকালের (৩০ সেপ্টেম্বর) তারিখ।
এর আগে, একইদিন প্রথম প্রহরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ সোহ্রাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিন্ডিকেট সভার বরাত দিয়ে জানানো হয়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম বাদে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: সিসিটিভি ফুটেজে চুল কাটার প্রমাণ মিলেছে: তদন্ত কমিটি
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রাতে বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন তুহিন (২৫) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরই পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করলে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন দায়িত্বে থাকা তিনটি পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
একাত্তর/এসএ