সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৫:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর, শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)।

শনিবার (১৬ অক্টোবর) সকালে, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সকাল দশটায় টিকা কার্যক্রম শুরু হয়। টিকা নিচ্ছেন মাষ্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষাথীরা। প্রথমদিন ফাইজারের টিকা পাবেন তিনশ' শিক্ষার্থী। আর প্রতিদিনই তিনশ' শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শাবিপ্রবি প্রক্টর আলমগির কবির জানান, নভেম্বরের দুই তারিখে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হচ্ছে। তাই হল খুলে দেবার আগে টিকা দেওয়ার কাজ শেষ করতে সব ধরণের প্রস্তুতি রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

টিকা কার্যক্রমের উদ্বোধন করে উপাচার্য বলেন, করোনার কারণে বিপর্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘ প্রায় দুই বছর পর শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে সব শিক্ষার্থীকে করোনার টিকা গ্রহণ নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিনি জানান, শিক্ষার্থীরা যেন বিদেশে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় না পড়ে তাই ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। যারা এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে টিকা পায়নি এবং এনআইডি কার্ড ব্যতীত শিক্ষার্থীদের জন্মনিবন্ধন দিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু রোববার থেকে

বর্তমানে করোনার সংক্রমণ হার কমে গেছে মানে করোনা শেষ হয়ে যায়নি এমন সতর্ক বার্তা দিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, শিক্ষার্থীতের সব সময় সতর্ক থাকতে হবে। মাস্ক পরিধান করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধির সব নিয়ম। 

এদিকে, করোনার টিকা নিতে পেরে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, অনেকেই নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় ছিলেন। ক্যাম্পাসে টিকা দেওয়ায় তাদের এখন অপেক্ষা করতে হচ্ছে না। আর ফাইজারের টিকা দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।



একাত্তর/আরবিএস  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য দশ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করার লক্ষে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের জন্য আরও ১১.৪০ একর জমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে সরকার। এর আগে ২০২০ সালে ১৮৮.৬০ একর জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহসী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নিয়েছে আলজেরিয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত