সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৫:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর, শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)।

শনিবার (১৬ অক্টোবর) সকালে, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সকাল দশটায় টিকা কার্যক্রম শুরু হয়। টিকা নিচ্ছেন মাষ্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষাথীরা। প্রথমদিন ফাইজারের টিকা পাবেন তিনশ' শিক্ষার্থী। আর প্রতিদিনই তিনশ' শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শাবিপ্রবি প্রক্টর আলমগির কবির জানান, নভেম্বরের দুই তারিখে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এর আগে অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হচ্ছে। তাই হল খুলে দেবার আগে টিকা দেওয়ার কাজ শেষ করতে সব ধরণের প্রস্তুতি রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

টিকা কার্যক্রমের উদ্বোধন করে উপাচার্য বলেন, করোনার কারণে বিপর্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘ প্রায় দুই বছর পর শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে সব শিক্ষার্থীকে করোনার টিকা গ্রহণ নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিনি জানান, শিক্ষার্থীরা যেন বিদেশে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় না পড়ে তাই ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। যারা এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে টিকা পায়নি এবং এনআইডি কার্ড ব্যতীত শিক্ষার্থীদের জন্মনিবন্ধন দিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু রোববার থেকে

বর্তমানে করোনার সংক্রমণ হার কমে গেছে মানে করোনা শেষ হয়ে যায়নি এমন সতর্ক বার্তা দিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, শিক্ষার্থীতের সব সময় সতর্ক থাকতে হবে। মাস্ক পরিধান করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধির সব নিয়ম। 

এদিকে, করোনার টিকা নিতে পেরে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, অনেকেই নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় ছিলেন। ক্যাম্পাসে টিকা দেওয়ায় তাদের এখন অপেক্ষা করতে হচ্ছে না। আর ফাইজারের টিকা দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।



একাত্তর/আরবিএস  

প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
২০২৪–২০২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থাকছে না রাজধানীর সরকারি সাত কলেজ।
বিকেল চারটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ পদত্যাগ না করলে কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়েছেন ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অধিভুক্ত সরকারি সাত কলেজের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছে বাসস।
পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ৭৫ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত