চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে তালা ঝুলিয়ে পানি সমস্যার সমাধান, খাবারের মান উন্নয়নসহ ছয় দফা দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৩১ অক্টোবর) দুপুর ২টা থেকে টানা দুই ঘণ্টা প্রায় হলের সামনে অবস্থান করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ছয়টি দাবি হলো- পানি সমস্যার সমাধান, খাবারের মান উন্নয়ন, ইন্টারনেটের গতিবৃদ্ধি, পাঠাগার সংস্কার, নিয়মিত শৌচাগার পরিষ্কার এবং হলের কক্ষ সংস্কার।
হলটির এক আবাসিক শিক্ষার্থী বলেন, 'এর আগেও বহুবার আমরা অভিযোগগুলো জানিয়েছি। কিন্তু কোনো সমাধান আসেনি। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।'
আরেকজন শিক্ষার্থী বলেন, ‘হলের বর্ধিত অংশে টানা পাঁচদিন ধরে পানি নেই। আমরা বিষয়টা অনেকবার জানিয়েছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। যার কারণে আমরা আন্দোলনে নেমেছি।'
হলটির প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার সাহা বলেন, 'আমরা শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আশা করি এক সপ্তাহের মধ্যেই পানি সমস্যার সমাধান হবে। পাশাপাশি খাবারের মান বৃদ্ধির জন্য আমরা আবাসিক শিক্ষকদের দায়িত্ব দিয়েছি।'
একাত্তর/এআর