করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড -১৯)-এর বিস্তার রোধ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীগণকে টিকা গ্রহণ এবং অন্যদের গ্রহণের জনা উদ্বুদ্ধ করতে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১ আগস্ট) মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক স্বারকে এই নির্দেশনা পাওয়া যায়।
নির্দেশনায় বলা হয়:
(ক) শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী এবং ১৮ বছরের বেশি বয়সের সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী টিকা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিশ্চিত করবেন।
(খ) এ বিভাগের আওতাধীন বিভাগ জেলা উপজেলা পর্যায়ের দপ্তর/সংস্থা প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করবেন।
(গ) সম্মানিত শিক্ষকগণ অনলাইন ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের সদস্যদেরকে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে স্বাস্থ্যবিধি অনুসরণসহ কোভিড-১৯ এর টিকা গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করবেন।
(ঘ) এ বিভাগের আওতাধীন সকল সংস্থার কর্মকর্তা/কর্মচারীগণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারীগণ টিকা গ্রহণের বিষয়ে জনগণকে উদ্ভুদ্ধকরণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা প্রদান করবেন।
একাত্তর/এআর