এসএসসির তিন বিষয় ছয় দিনে আর এইচএসসির তিন বিষয়ের ছয় পত্রের পরীক্ষা
বারো দিনে নেয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে শিক্ষা বোর্ডগুলো।
পরীক্ষার সময় প্রতিষ্ঠানের বেঞ্চের দৈর্ঘ্য বুঝে একজন বা একটি আসন ফাঁকা রেখে আসনের পরিকল্পনা করা হবে।
প্রশ্ন আগের নিয়মে হলেও, ৫০ নম্বরের হিসেবে সবচেয়ে বেশি অপশন নিয়েই একজন শিক্ষার্থী উত্তর দেয়ার সুযোগ পাবেন।
এসএসসির ২৩ আর এইচএসসির প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনের যজ্ঞে এখন ব্যস্ত শিক্ষা বোর্ডগুলো।
তিনের বদলে দেড় ঘন্টায় আর একশ’র বদলে ৫০ নম্বরের পরীক্ষার সিদ্ধান্ত আগেই হয়েছে। কিন্তু মানবন্টন কেমন হবে?
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল ইসলাম জানান, মানবিকের ১১টি থেকে সাতটি প্রশ্নের উত্তর করার নিয়ম থাকলেও, এবার তিনটি প্রশ্নের উত্তর দেবে শিক্ষার্থীরা।
এমসিকিউ-এর ক্ষেত্রে ৩০টির এর বদলে ১৫টি প্রশ্নের উত্তর করতে হবে। বাণিজ্যের ক্ষেত্রেও একই নিয়ম। আর বিজ্ঞানে লিখিত ২টি,নৈবেক্তিক ১২টি প্রশ্নের সাথে পাঁচ নম্বরের ব্যবহারিক। পরীক্ষা ৩৭ নম্বরের হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে ফলাফল দেয়া হবে।
আসন বিন্যাস হতে পারে এমন জেড ফর্মে (গ্রাফিক্স)। সেই সঙ্গে পরীক্ষা হবে দুই বেলা জানান, আন্তঃবোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহম্মেদ। শুধু তাই নয়, এইচএসসিতে সর্বোচ্চ ছয়পত্রের পরীক্ষা শেষ হবে ১২ দিনে।
ঘোষণা অনুযায়ী নভেম্বর ও ডিসেম্বরে পর্যাক্রমে এসএসসি আর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
একাত্তর/এআর