সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

পরীমনির বাসার বারে রথী-মহারথীদের আনাগোনা!

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৩০ পিএম

এক গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা সময় কাটানোর অভিযোগ ওঠার পর সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনির গোপন সব তথ্য সামনে আসছে। সূত্র বলছে, এই অভিনেত্রীর বাসার বারে যাতায়াত ছিলো ‘রথী-মহারথীদের’।

এদিকে অভিযুক্ত এডিসি গোলাম সাকলায়েনকে ঢাকা গোয়েন্দা পুলিশ থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসাথে এ ঘটনার তদন্তে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

image


শনিবার (৭ আগস্ট) অভিনেত্রীর বিষয়ে আলোচনা হয় একাত্তর টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান একাত্তর জার্নালে। ফারজানা রুপার সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্ত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা মোখলেছুর রহমান, মঞ্জুরুল ইসলাম, মহিম মিজান ও সিদ্দিকুর রহমান খান।

image


আলোচনায় জানা যায়, একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পরীমনির। তিনি অভিনেত্রীকে ফিয়াট অটোমোবাইলসের ‘মাসেরাতি’ ব্র্যান্ডের সাড়ে তিন কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন। এমন আরও অনেকের সাথে অভিনেত্রীর সখ্যতা রয়েছে। গোয়েন্দা কর্মকর্তা এ নিয়ে কাজ করছেন।

image


মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা পরীমনির পথচলা শুরু হয়েছিলো ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে। শুরুতে তিনি ‘সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য’ -এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী।

সূত্র বলছে, রাজনীতিবিদ থেকে শুরু করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় এতদিন পরীমণিকে নিয়ে কেউ তেমন উচ্চবাচ্য করেনি। তার অতীত ও বর্তমানের নানা কাহিনী জানা থাকলেও কেউ মুখ খোলেনি। তবে এখন অনেকেই স্বীকার করছেন, পরীমণি যতটা না নায়িকা হতে পেরেছেন, তার চেয়ে বেশি প্রভাবশালী মহলে বিচরণ করতে সক্ষম হয়েছেন।

image


বিভিন্ন সময় নানান ব্যক্তির সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠা এবং সেগুলো ভেঙে যাওয়ার খবর বের হয়। সিনেমার চেয়েও অন্যজগতেই যেন বেশি আলোচনার ঝড় তুললেন এই রুপালি ঢাকাই সিনেমার নায়িকা।

image


পরিমনির প্রথম বিয়ে হয় ২০১১ সালে তার খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে। প্রথম বিচ্ছেদের পর পরীমনি ২০১২ সালের ২৮ এপ্রিল যশোর জেলার কেশবপুর উপজেলার বাসিন্দা ফেরদৌস কবীরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পরীমনির বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে তাদের এনগেজমেন্ট ভেঙে যায়।

image


এরপর ২০২০ সালের ৯ মার্চ তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে তিন টাকা দেনমোহরে বিয়ে করেন। ঐ বছরেই তাদের বিচ্ছেদ হয়।

image


সর্বশেষ গভীর রাতে বোট ক্লাবের ঘটনা পরীমনিকে আবার সামনে নিয়ে আসে। এরপর থেকেই একে একে বের হয়ে আসছে তার জীবনের নানা কাহিনী।


একাত্তর/আরএ

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত