চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে শিল্পীদের মাঝে অনুদানের ছবি নির্মাণের আগ্রহ বেড়েছে। একসময় সিনেমা তারকাদের ধারণা ছিলো অনুদানের ছবি মানেই কম বাজেট আর দায়সারা নির্মাণ।
কিন্তু প্রথাগত সেই ধারণা থেকে বেরিয়ে আলোচনায় এখন শুধুই অনুদানের সিনেমা। সেলুলয়েডে যখন দামী প্রযোজকদের অনেকটাই খরা, তখন অনুদানের সিনেমাতে আগ্রহ বাড়ছে তারকাদের।
শাকিব খান থেকে শুরু করে মৌসুমীর মতো হাইভোল্টেজ তারকারাও ব্যস্ত অনুদানের সিনেমা নিয়েই। তাদের অনুসরন করতে চাইছেন আরো অনেকে।
এই মুহূর্তে রাজধানীর এফডিসিতে সেট সাজিয়ে শুটিং চলছে অনুদানের সিনেমা 'ভাঙন'-এর। মির্জা সাখাওয়াৎ হোসেনের লেখা ছোট গল্প মোহন গায়েনের বাঁশি অবলম্বনে নির্মিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী।
আরও পড়ুন: অভয়ারণ্যের ১৮ খালে নির্ভয়ে চলছে মাছ ধরা
অনুদানের এই সিনেমাটির মত আরো দুইটি সিনেমাতে নাম রয়েছে এই নায়িকার। অনুদানের সিনেমায় কেন এমন প্রশ্নের মৌসুমি বললেন অর্থ নয়, বরং ভিন্ন গল্পের জন্যই বেছে নেয়া হয়েছে অনুদানের সিনেমা।
মৌসুমীর মত অনুদানের সিনেমাগুলোই নিয়েই ব্যস্ত সময় পার করছেন আরেক সুপারস্টার শাকিব খান।
অনুদানের সিনেমায় তারকাকের অভিনয় নিয়ে যখন নেটিজেনরা তীর্যক মন্তব্য ছুড়ছেন তখন শাকিব খানের জবাব, সঠিকভাবে যারা সিনেমা বানাতে পারবেন তাদেরই অনুদান দেয়া উচিত।
শুধু শাকিব মৌসুমি নয়, ভিন্ন গল্পেই স্বাদ নিতে চলচ্চিত্রের প্রায় সব শিল্পীই অভিনয় করছেন অনুদানের সিনেমায়। তাই সিনে-সমালোচকদের মন্তব্য হয়তো একদিন অনুদানের সিনেমাতেই ফিরবে বাংলা সিনেমার সুদিন।
একাত্তর/টিএ