হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় তামিল অভিনেতা রজনীকান্ত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তি অভিনেতাকে।
রজনীকান্তের সহকারী রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, নিয়মিত চেকআপের অংশ হিসেবেই রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে কয়েক দিন আগেই দিল্লি গিয়েছিলেন রজনীকান্ত। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন তিনি।
গত বছরের ডিসেম্বরেও হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রজনী। তার রক্তচাপ কমে গিয়েছিল। যদিও তখন দুদিন পরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, আগামী ৪ নভেম্বর তার ছবি ‘আন্নাথে’ মুক্তি পাবে।