ঈদের ঢাকাই ছবি মানেই নায়ক শাকিব খানের ছবি। এবারো তার ব্যতিক্রম হতে যাচ্ছে না। সেই লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছেন এই সিনে তারকা। আসন্ন ঈদে ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা হতে যাচ্ছে ‘অন্তরাত্মা’। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
৬ মার্চ থেকে পাবনার রত্নদ্বীপ নামের এক রিসোর্টে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সেখানে টানা ২১ দিন শুটিং করতে হবে এই নায়ককে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক। ৮ মার্চ তিনিও যোগ দিয়েছেন শুটিং দলে।
সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘অন্তরাত্মার গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। বলতে পারেন নিজেকে এই সিনেমায় পর্দায় দেখার জন্য এক্সাইটেড। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত বাঙালিরাও এই সিনেমা দেখে মুগ্ধ হবেন!’
গেল বছরের ১০ ডিসেম্বর সবশেষ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন ঢালিউড কিং। সেদিন চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমার একটি গানের শুট করেছিলেন শাকিব। যদিও এই ৮৬ দিনের মধ্যে শাকিব খান একটি বিজ্ঞাপনের জন্য দিনভর শুটিংয়ে অংশ নিয়েছিলেন শাকিব।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে। সিনেমাটির সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ।