নারী দিবসকে কেন্দ্র করে 'ঢাকা অ্যাটাক' সিনেমা খ্যাত অভিনেত্রী নওশাবা যেন নিজেকে ছড়িয়েছেন আরো বিস্তৃত পরিসরে। এই শহরের ৭টি পেশায় দায়িত্বরত নারীদের কাছে গিয়েছেন তিনি, মিশে গেছেন তাদের কর্মস্থলে। তুলেছেন একই সাজে ছবি। যার পুরোটাই নওশাবা করেছেন নিজস্ব ভাবনা ও উদ্যোগে। ছবিগুলো গণমাধ্যমে প্রকাশ করেছেন রোববার রাতে, নারী দিবসের শুভেচ্ছা বার্তা হিসেবে।
নওশাবা সেজেছেন অভিনেত্রী, গার্মেন্টসকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, ফটোজার্নালিস্ট, চিকিৎসক, গৃহিণী ও পুলিশের সাজে। এই ৭টি পেশাতে থাকা নারী ও তাদের প্রতিনিয়ত যুদ্ধ করে জয়ী হয়ে ফেরাকে সম্মান জানাতে এই আয়োজন করেছেন তিনি।
নওশাবা বলেন, ‘আমাদের আশেপাশে প্রতিটি ক্ষেত্রে সর্বস্তরেই তো নারীর বিচরণ। সেই নারীদের কোন অবদান আর কোন ভূমিকাকে অস্বীকার করবো আমরা? আমি একজন শিল্পী, এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’
তিনি জানান, ‘নারীর জন্য কোন দিবস নেই, প্রতিটি দিনই একেকটি নারী দিবস। তবুও আনুষ্ঠানিকতার নিরিখে এই একটি দিনে নারীদের জয়গান হলে মন্দ কি!’
নওশাবার কথায়, ‘নারীর জন্য প্রতিটি পেশাই সমানভাবে চ্যালেঞ্জিং। এই ভাবনা থেকেই বেছে বেছে ৭টি পেশার নারীদের সম্মান জানাতেই এই আয়োজন’।
৭ পেশায় দায়িত্বরত নারীদের সম্মান জানানোর এই উদ্যোগটি ফ্রেমবন্দী করেছেন সাকিব এহতেশাম।