এবার রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিলো বিনোদন দুনিয়াও। ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়াতে কোন সিনেমা মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তিন জায়ান্ট কোম্পানি।
মস্কোর বিরুদ্ধে ‘বিনা প্ররোচণায় আক্রমণ’ করার অভিযোগ এনে ডিজনি, ওয়ার্নার ব্রস ও সনি পিকাচর্স তাদের নতুন কোন ছবি রাশিয়ার কোন প্রেক্ষাগৃহে মুক্তি না দিতে একমত হয়েছে।
ওয়াল্ট ডিজনি কোম্পানি সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেছে, রাশিয়ার চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ার তারা এই পদক্ষেপ নিয়েছে।
বিনোদন জায়েন্ট ডিজনি এক বার্তায় জানিয়েছে, 'ইউক্রেনে বিনা উসকানিতে আগ্রাসন চালিয়ে সেখানে চরম মানবিক সংকট সৃষ্টি করা হয়েছে। আমরা রাশিয়ায় সিনেমা মুক্তি বন্ধ রাখছি।
ওয়ার্নার ব্রসও একই পথ অনুসরণ কর জানিয়েছে, তারা আশা করছে দ্রুতই পরিস্থিতির সমাধান হবে এবং রাশিয়ার সঙ্গে আবারও বাণিজ্যিকভাবে লেনদেন করতে পারবে।
সোমবার সবশেষ সনি পিকচার্স তাদের তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছে, ডিজনির নেয়া পদক্ষেপের প্রতি সম্মান জানিয়ে তারাও রাশিয়াতে কোন নতুন ছবি মুক্তি দিবে না।
একাত্তর/ এনএ