সেলুলয়েডে ১৯৮৯ সাল থেকে ২০২২ সাল, এই ৩৩ বছরে এতোটুকুন আবেদন কমেনি সুপারহিরো ফিল্ম ব্যাটম্যানের। এবছর বিশ্বে প্রথম বাংলাদেশে মুক্তি পেলো 'ব্যাটম্যান' সিরিজের নতুন কিস্তি 'দ্য ব্যাটম্যান'।
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছে 'দ্য ব্যাটম্যান'। মুক্তির আগেই অগ্রিম শুরু হয়ে যায় টিকেট বিক্রি। ৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ছবিটি। ১৯৮৯ সালে প্রথম ওয়ার্নার ব্রাদার্স নির্মাণ করে 'ব্যাটম্যান' সিনেমা। সেই বছরই সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের তালিকায় থাকে ছবিটি। অর্জন করে অস্কারও।
এবারের সিনেমায় দেখা যাবে, ব্যাটম্যান তার প্রিয় গথাম সিটির অপরাধ চক্র ও দুর্নীতি ঠেকাতে অপরাধীদের সঙ্গে নিয়মিতই লড়ে যাচ্ছে। এমন সময় শহরে আবির্ভাব ঘটে এক সিরিয়াল কিলারের। রিডলার নামের এই সুপারভিলেনের টার্গেট শহরের উচ্চশ্রেণির মানুষ।
ক্যাট ওমেন এবং কমিশনারের সহায়তায় রিডলারের চক্রান্ত নস্যাতে ব্যাটম্যান যুদ্ধে শামিল হয়। কিন্তু রিডলারকে হারাতে গিয়ে সে নতুন অপরাধ ও দুর্নীতির সন্ধান পায়, যার পেছনে তার পরিবারেরও হাত ছিল! রিডলারকে ধরতে এবং এই অপরাধ শেষ করতে ব্যাটম্যান শুরু করে নতুন সংগ্রাম।
১৯৮৯ সালে 'ব্যাটম্যান' সিনেমার সাফল্যের কারণে এর তিনটি সিক্যুয়েল নির্মিত হয়: ১৯৯২ সালে 'ব্যাটম্যান রিটার্নস', ১৯৯৫ সালে 'ব্যাটম্যান ফরএভার' এবং ১৯৯৭ সালে 'ব্যাটম্যান অ্যান্ড রবিন'।
এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে 'ব্যাটম্যান বিগিনস' মুক্তি পায়। এর সিক্যুয়েল দ্য ডার্ক নাইট ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহে প্রায় ১৫৮ মিলিয়ন ডলার আয় করে সবচেয়ে বেশি আয়ের নতুন রেকর্ড সৃষ্টি করে।
২০১৬ সালে জ্যাক স্নাইডার পরিচালিত 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস' চলচ্চিত্রের মধ্য দিয়ে বেন অ্যাফ্লেক ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সে ব্যাটম্যান চরিত্রে অভিনয় শুরু করেন। ২০১৭ সালে 'জাস্টিস লিগ' চলচ্চিত্রে-ব্যাটম্যান চরিত্রে ফের অভিনয় বেন অ্যাফ্লেক। ব্যাটম্যান সিরিজের সর্বশেষ কিস্তি 'দ্য ব্যাটম্যান'-এ অভিনয় করলেন সুদর্শন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।
এদিকে, রাশিয়ায় 'দ্য ব্যাটম্যান' ছবিটির প্রায় ২ লাখ ডলারের অগ্রিম টিকেট বিক্রি হয়েছিলো। তবে, ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় 'ব্যাটম্যান' মুক্তি স্থগিত করেছে ওয়ার্নার ব্রাদারস।
একাত্তর/ এনএ