মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সুখবরটি নিশ্চিত করেছেন অনিল কাপুর কন্যা নিজেই।
সোমবার (২১ মার্চ) সোস্যালে একটি ছবি শেয়ার করেন সোনম। ওই ছবিতে দেখা যায়, স্বামী আনন্দ অহুজার কোলে শুয়ে আছেন তিনি। শরীরের স্পষ্ট মাতৃত্বের চিহ্ন।
ছবির নিচে তিনি লিখেন, এই চার হাত চেষ্টা করবে তোমাকে ভালো করে মানুষ করে তোলার। এই দুটি হৃদয়ের হৃদস্পন্দন জীবনের প্রতিটি পদে তোমার সঙ্গে তাল মিলিয়ে চলবে। একটি পরিবার যা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, তোমাকে আগলে রাখবে। তোমাকে স্বাগত জানানোর তর সইছে না।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় তেলেগু অভিনেত্রীসহ তিনজনের মৃত্যু
অবশ্য ২০২২ সালেই তার ঘরে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন সোনাম। এর আগেও বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল সোনম কাপুরের মা হওয়া নিয়ে।
একাত্তর/এসি