সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

'ভুল' স্বীকার করে ক্ষমা চাইলেন উইল স্মিথ

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১১:২৪ এএম

রুশ ইউক্রেন যুদ্ধ নয়, জ্বালানী বা জলবায়ু নিয়ে আলাপও নয়। বিশ্বের আলাপের কেন্দ্রবিন্দু এখন অস্কার বিজয়ী অভিনেতা উইল স্মিথের থাপ্পড়। স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার জেরে অস্কার মঞ্চের সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় দিয়ে বিশ্ব দরবারে শীর্ষে চলে আসে বিষয়টি। ইতিমধ্যেই অস্কার কমিটির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে, স্মিথের অস্কার ছিনিয়ে নেওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ, অবশ্য থাপ্পড় দেওয়ার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই নিজের ‘ভুল’ বুঝতে পারলেন অস্কারের মঞ্চের ‘সেরা অভিনেতা’ উইল স্মিথ। 

নিজের ইনস্টাগ্রাম পোস্টে স্মিথ জানান  লেখেন,'ক্রিস, আমি তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, আমি ভুল করেছি। আমি খুব লজ্জিত, আমি যেমন মানুষ হতে চাই তার সঙ্গে ওই কাজের কোনও সাযুজ্য নেই'।

‘কিং রিচার্ড’ চরিত্রের জন্য অস্কার পাওয়ার এই অভিনেতা আরও বলেন, ‘হিংসা সবর্তোভাবে বিষাক্ত এবং ধ্বংসাত্মক। গত রাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আমার আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়’। 

স্মিথ জানান, জানান স্ত্রী জেডার শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা সহ্য করতে পারেননি তিনি, আবেগের বশেই ওই ধরণের আচরণ করে ফেলেছেন।

উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে বেফাঁস একটি রসিকতা করে ফেলেন ক্রিস রক। সঞ্চালক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। ১৯৯৭ সালের সেই ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। ছবিতে তাঁর মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি একটি অসুখের কারণে। যে অসুখের নাম অ্যালোপেসিয়া (Alopecia)।

এই রসিকতার জেরেই রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে ক্রিসকে সজোরে এক চড় মারেন তিনি। বলেন, তাঁর স্ত্রীকে এ সব রসিকতা থেকে দূরে রাখতে। 

সেরা অভিনেতার পুরস্কার জেতার পর উইল স্মিথ হিংসাত্মক ঘটনার জন্য অ্যাকাডেমির কাছে ক্ষমা চেয়ে নেন, তবে মঞ্চে দাঁড়িয়ে ক্রিস রকের কাছে কোনওরকম ক্ষমা চাননি স্মিথ। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে ফের একবার অ্যাকাডেমির কাছে ক্ষমা চান উইল স্মিথ। জানান, তিনি লজ্জিত। এই আচরণ তাঁর ক্যারিয়ারকেও কলঙ্কিত করল বলেও মনে করেন উইল স্মিথ।


একাত্তর/এসএ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায়।
অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু তাদের ২৯ বছরের বৈবাহিক সম্পর্কে যতি টানতে যাচ্ছেন।
বাঙালির এক বিস্ময়ের নাম সত্যজিৎ রায়। যিনি একাধারে আলোকচিত্রী, চিত্রকর, সঙ্গীতজ্ঞ, শিশু সাহিত্যিক, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক এবং বিখ্যাত চলচ্চিত্র পরিচালক।
এ বছর একাডেমি পুরস্কার অস্কারে ভারতের কোনো অংশগ্রহণ না থাকা সত্ত্বেও হঠাৎ আচমকাই সেই মঞ্চে ভেসে উঠল RRR ছবির ঝলক।
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত