করোনা মহামারীতে সবচেয়ে বেশি ভুগছে গোটা দুনিয়ার চলচ্চিত্র শিল্প। হলিউড থেকে শুরু করে বলিউড সব খানেই শুটিং বন্ধ।
বর্তমানে কোথাও কোথাও শুটিং ও সিনেমে হলে ছবি মুক্তি পেতে শুরু করলেও সংক্রমণের ভয়ে হলমুখো হচ্ছেন না দর্শকরা।
ফলে চিন্তায় কপালে ভাঁজ বাড়ছে তারকা থেকে শুরু করে পরিচালক-প্রযোজকের। সবাই চিন্তিত লগ্নি নিয়ে। কিন্তু পরিস্থিতি এমন যে বিধি বাম।
আর এসব কারণেই বাঘা বাঘা অনেক তারকার ছবি মুক্তির দিনক্ষণ দিয়েও সেটি রক্ষা করা যাচ্ছে না। করোনার গ্রাসে পিছিয়ে দিতে হচ্ছে মুক্তির দিন।
এক্ষেত্রে সবচেয়ে ক্ষতির মুখে রয়েছেন অভিনেতা টম ক্রুজ। যার ছবি মানেই বিলিয়ন ডলারের ব্যবসা। তার তিন তিনটি ছবির মুক্তি আবারো পিছিয়ে গেছে।
ক্রুজের ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার অগণিত দর্শকের দল। তার প্রতিটি ছবি বক্স অফিসে ঝড় তোলে।
তার ‘টপ গান: ম্যাভেরিক’ চলতি বছরের ২ জুলাই মুক্তি পাবার কথা ছিলো। কিন্তু করোনার কারণে সেটি আবারো পিছিয়েছে।
সেই ছবি বড়পর্দায় মুক্তি পাবে ১৯ নভেম্বরে। তালিকায় রয়েছে এই তারকার আরও দু'দুটি ছবি। ‘মিশন ইম্পসিবল’ এর সাত ও আট নম্বর সিক্যুয়েল।
কথা ছিলো চলতি বছরের ১৯ নভেম্বর মুক্তি পাবে মিশন ইম্পসিবল-৭। সেটি পিছিয়ে নেয়া হয়েছে ২০২২ সালের ২৭ মে।
আর মিশন ইম্পসিবল-৮ আগামী বছরের ৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, সেটি এখন মুক্তি পাবে ২০২৩ সালের ৭ জুলাই।