সেকশন

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
 

সুশান্তের মৃত্যু নিয়ে ব্যবসা না করতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৭:২৩ পিএম

অভিনেতা ও বলিউড সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, তাঁর নামে অথবা জীবনী নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন বহু প্রযোজক-পরিচালক। কিন্তু সেই আশায় গুড়েবালি ঢেলে দিয়েছে দিল্লির হাইকোর্ট। সোজা বলে দিয়েছে, রাজপুতের নামে কোন ছবি নয়। মৃত্যু নিয়ে কোন ব্যবসা করা যাবে না।

মঙ্গলবার এমনই এক রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি মনোজ কুমার ওহরির নেতৃত্বে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবিষ্যতে কোনও রকম ছবি, ওয়েব সিরিজ অথবা অন্য কোথাও সুশান্ত সিং রাজপুতের নাম ব্যবহার করা যাবে না।

এই ঘোষণার ফলে কার্যত সাড়া পড়ে গিয়েছে টিলশেল টাউনে। প্রয়াত অভিনেতার নামে অথবা জীবনী নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন অনেকে। কিছু ছবির কাজও শুরু হয়ে গিয়েছিল ইতিমধ্যেই। তাদের সবার কাছেই দিল্লি হাইকোর্টের জারি করা ওই বিজ্ঞপ্তি পৌঁছে গেছে। 

রাজপুতের বাবা কৃষ্ণ কিশোর সিংয়ের একটি আবেদনের শুনানি শেষে দিল্লি হাইকোর্ট এই বিজ্ঞপ্তি জারি করে।  কৃষ্ণ সিংয়ের মতে 'সুশান্তের ঘটনাটির সুযোগ নিতে চাইছে বলিউডের একদল প্রযোজক-পরিচালক’। সেটি বন্ধ করতেই তিনি আদালতের দ্বারস্থ হন তিনি। গত বছর মাহামারীর সময়েই আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর পর বহু বিতর্ক হয়েছে। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও বিতর্ক যে পিছু ছাড়েনি, দিল্লি হাইকোর্টের রায়ে তা ফের একবার প্রমাণিত হল।


ভালোবাসা দিবস উপলক্ষে আগামি ১৮ ফেব্রুয়ারী মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। ছবিটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। মুক্তি উপলক্ষে সোমবার তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের শান্তা ফোরামে...
গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুবৃত্তের হামলায় আহত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এতো নিরাপত্তার দেয়াল ভেদ করে মাঝরাতে কীভাবে নবাব বাড়িতে হানা দিলো সেই হামলাকারি। 
শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর ৬ মাস পার হলেও প্রকাশ্যে এখনও দেখা দিচ্ছেন না আওয়ামী তকমাধারী তারকারা। এই তালিকা ডজন খানেকেরও বেশি।
২০২৫ সালের বসন্ত উৎসব বা লুনার ফেস্টিভালে ছুটিতে নতুন মাইলফলক অর্জন করেছে চীনের চলচ্চিত্র শিল্প। সম্প্রতি চীনের বক্স অফিসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রাশিয়া-ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকীয় পদক্ষেপে নড়েচড়ে বসেছে ইউরোপ। যুদ্ধরত দুই পক্ষকে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে আহবান জানিয়েছেন তিনি। সেই...
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কলেজ মোড় হতে আজুগড়া জামাত মোড় পর্যন্ত ওয়াপদা সংরক্ষণ বাঁধের ওপর নির্মিত ক্ষত-বিক্ষত আঞ্চলিক সড়কটি এখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের ‘গলার কাঁটা’...
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত