ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এখন কলকাতায় তার নতুন সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত। সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমার তাকে নায়িকার চরিত্রে দেখা যাবে।
বেকারত্বের সমস্যাকে সামনে রেখে সিনেমার গল্পটি লিখেছেন নচিকেতা চক্রবর্তী। এই ছবিতে অপু বিশ্বাস ছাড়া আরও কাজ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী।
প্রথমবার কলকাতার সিনেমার অভিনয় করাকে জীবনের নতুন একটি অধ্যায় হিসাবে দেখছেন অপু বিশ্বাস। তার ভাষায়, এই ছবিটার জন্য নিজেকে অনেকটা ভাঙতে হয়েছে আমায়।
কেন এতো বছর লেগে গেলো টালিউডে কাজ করতে, এমন প্রশ্নের উত্তরে অপু নিজের মুটিয়ে যাওয়াকে অকপটে দায়ী করেছেন।
কলকাতার একটি পত্রিকা দেয়া সাক্ষাৎকারে অপু বলেন, ছেলে হওয়ার পর অনেক মোটা হয়ে গিয়েছিলাম। সে জন্যও কিছু দিনের বিরতি নিতে হয়। আর সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম।
তিনি মনে করেন, সন্তান জন্ম দেয়ার কারণে তার অভিনয় ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়নি। বরং সন্তান জন্মের পর কলকাতার ছবি করছেন। এর আগে ঢাকাতেও কাজ করেছেন।
অপু বিশ্বাস জানান, তার জীবনের সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা তার প্রেম ও বিয়ে। তার ভাষায়, অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা।
তিনি বলেন, এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা— সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভাল হতো।
আরও পড়ুন: দ্বিতীয়বার করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন
তবে অপু বিশ্বাস এটাও মেনে নিয়েছেন যে, বিয়ে না হলে তো মা হওয়াও হত না। আর মা হতে পারাকে একজন নারীর জীবনে অন্যতম সেরা ঘটনাও বলেও জানান অপু বিশ্বাস।
একাত্তর/আরএ