সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

তুনিশা শর্মার মৃত্যুকে ঘিরে রহস্য আরো ঘনীভূত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৪:৪৩ পিএম

ভারতের টিভি অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুকে ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। প্রতিদিনই দেশটির গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন এই মিনি পর্দার তারকা। তুনিশার কথিত আত্মহত্যার ঘটনায় প্রেমিকা গ্রেফতার এবং এর সঙ্গে অন্যান্য ঘটনা এখন আলোচনার তুঙ্গে।

২৪ ডিসেম্বর ‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’ টিভি সিরিয়ালের সেটে গলায় ফাঁস অবস্থায় তুনিশার মরদেহ পাওয়া যায়। সেদিন সে সকাল থেকে ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। দুপুরের বিরতিতে মাত্র ১৫ মিনিটের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেন তুনিশা শর্মা।

তার মৃত্যুরহস্যের কোন কিনারা হয়নি। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সহ-অভিনেতা ও সাবেক প্রেমিক সিজান খানকে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই সিরিয়ালে মারিয়মের চরিত্রে অভিনয় করতেন। আর নায়ক সিজান হতেন আলিবাবা।

তুনিশার মা মেয়ের আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ আনার পরপরই সিজানকে গ্রেপ্তার করে পুলিশ। কর্মকর্তা জানিয়েছেন, তুনিশা নিজের নিজের জীবন নিয়েছেন। তবে এর পেছনে কারো কোন প্ররোচনা ছিলো কিনা, সেটি তারা তদন্ত করে দেখছেন। 

image


পুলিশ জানিয়েছে, সিজানের সঙ্গে বিচ্ছেদের ১৫ দিন পর সিরিয়ালের সেটে জীবন শেষ করে দিয়েছেন তুনিশা। যে ঘটনা বিনোদন দুনিয়ায় আলোড়ন ফেলেছে। ‘আত্মহত্যা’ বলে মানতে পারছেন না তুনিশার মা বনিতা শর্মা। বলছেন, সিজানের কারণেই তুনিশার আত্মহনন।

বনিতার দাবি, মাদক সেবন করতেন অভিনেতা। আরও একাধিক নারীর সঙ্গে সম্পর্কে থেকে তুনিশাকে ঠকিয়েছেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, তুনিশাকে বিয়ের প্রস্তাবও দেন সিজান। কিন্তু অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কের বিষয়টি মানতে পারছিলেন না তুনিশা।

২০ বছর বয়সী টিভি তারকার মৃত্যু ভারতের বিনোদন দুনিয়াকে হতবাক করেছে। তুনিশা ক্রমে ভারতজুড়ে পরিচিত মুখ হয়ে উঠছিলেন। একজন উদীয়মান তারকা ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি বিশাল ভক্তগোষ্ঠী ছিলো। 

image


মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তুনিশা শর্মা ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন যার ক্যাপশন ছিলো ‘যারা তাদের আবেগ দ্বারা চালিত তারা থামে না’। পোস্টটিতে আট লাখেরও বেশি লাইক এবং হাজার হাজার মন্তব্য রয়েছে। সবাই তুনিশার মৃত্যুর শোকাহত, অবাক। 

উত্তর ভারতের চণ্ডীগড় শহরে জন্ম নেয়া তুনিশা শর্মা ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি সবেমাত্র ১৩ বছর বয়সে টিভি শোতে অভিনয় শুরু করেন এবং ধীরে ধীরে বড় পর্দায় তার পথ তৈরি করেন, তার জন্য নিজেকে প্রস্তুতও করেছিলেন। 

কিন্তু ছোট পর্দায় তার সাফল্য তাকে খ্যাতি এনে দেয়। তুনিশা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, লোককাহিনী আলী বাবা এবং চল্লিশ চোর দ্বারা অনুপ্রাণিত তার সর্বশেষ শোতে, তিনি একজন রাজকন্যার চরিত্রে অভিনয় করেছিলেন।


একাত্তর/এসজে
বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে তামান্না ভাটিয়ার। তার চোখের চাউনি থেকে মিষ্টি হাসি দেখলে যেন চোখের পলক সরাতে পারেন না আট থেকে আশির অনুগামীরা।
ভারতীয় সিনেমা বলতে এক সময় শুধু বলিউড সিনেমাকেই ভাবা হত। তবে বদলেছে দিন, সেই সাথে বদলেছে দর্শকের রুচি। দর্শক এখন গল্পে খোঁজে নতুনত্ব, খোঁজে ব্যতিক্রমী নির্মাণ। 
সম্প্রতি ব্যক্তিগত নানান বিষয়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পত্রিকার পাতা, সব জায়গায় অভিনেত্রীকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু তাদের ২৯ বছরের বৈবাহিক সম্পর্কে যতি টানতে যাচ্ছেন।
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত