অভিনেত্রী নূর মালবিকা দাসকে মুম্বাইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে দেখে তার প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়েছিল বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
অভিনেত্রী নূর মালবিকা দাস বেশ কয়েকটি ওয়েব সিরিজিও কাজ করেছেন। তাকে তার মুম্বাইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ সন্দেহ করছে যে তিনি আত্মহত্যা করে মারা গেছেন। নূর মালবিকা দাস কাজের সূত্রে মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় থাকতেন, তবে তিনি আসামের বাসিন্দা।
মালবিকা ২০২৩ সালে 'দ্য ট্রায়াল'সহ জনপ্রিয় অভিনেত্রী কাজলের সহ-অভিনেত্রী ছিলেন।
পুলিশ দরজা ভেঙ্গে ৩৭ বছর বয়সী অভিনেত্রীর দেহ পচা অবস্থায় দেখতে পায়। তদন্তের অংশ হিসেবে তারা তার বাড়ি থেকে ওষুধ ও মোবাইল ফোনসহ নমুনা সংগ্রহ করেছে। কিন্তু তার ফ্ল্যাট থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। এ বিয়য়ে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট (ADR) দায়ের হয়েছে। ময়নাতদন্তও করা হয়েছে।
মালবিকার বৃদ্ধ বাবা-মা তাকে দেখতে গিয়েছিলেন এবং সম্প্রতি আসামে ফিরে এসেছেন। তার বন্ধু অভিনেতা অলোকনাথ পাঠক একটি এনজিওর সহায়তায় তার মৃতদেহ দাহ করেন।
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে কথিত আত্মহত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানিয়েছে। ভারতীয় চলচ্চিত্র শিল্পে এই পুনরাবৃত্ত ট্র্যাজেডিগুলোর পেছনে অন্তর্নিহিত কারণ তদন্ত করা সরকারের পক্ষে অপরিহার্যও বলে জানায় তারা।