প্রেমিক জহির ইকবালকে রোববার সন্ধ্যায় কাগজে-কলমে বিয়ে করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমে রেজিস্ট্রি এর পর বেশ জাঁকজমক করে পার্টি দেন নবদম্পতি জহির-সোনাক্ষী। অনুষ্ঠানে একেবারে সাদামাটায় ধরা দেন শত্রুঘ্ন কন্যা।
তারকাসন্তান বা তারকার বিয়ে নিয়ে সব সময়ই উৎসাহ থাকে সাধারণ মানুষের। তার উপর আবার ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী। ফলে বিয়ের দিন ঘোষণার পর থেকেই নানা রকম আলোচনা-সমালোচনা। কিছু মানুষের কটূক্তির শিকারও হয়েছেন সোনাক্ষী। রেহাই পাননি তার বাবা, অভিনেতা ও এমপি শত্রুঘ্ন সিন্হাও।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আইনি বিয়ে সারলেন সাদা পোশাকেই। এরপর জমকালো রিসিপশনে লাল শাড়িতে সেজেছিলেন তিনি। তার সিঁথিতে ছিলো চওড়া সিঁদুর, কপালে টিপ, টান টান করে বাঁধা খোঁপা, মানানসই জুয়েলারি এবং জহির ইকবালের পরনে ছিল সাদা শেরওয়ানি স্যুট।
অনুষ্ঠানে তারকাদের ঢল নামলেও সকলের অপেক্ষা ছিলো কখন আসবেন ‘দাবাং’ নায়িকা সোনাক্ষীর নায়ক সালমান খান। হ্যাঁ সালমান শুধু সোনাক্ষীর নায়কই নন, সোনাক্ষী-জহিরের প্রেমের ঘটকও। তাই তিনি আসবেন না, তা তো হয় না । বেশ গভীর রাতে রিসেপশনের অনুষ্ঠান কক্ষে হাজির হন সালমান।
অভিনেত্রীর বিয়ের সাজে ছিলো এক চমক। বিয়ের পোশাকের জন্য লেহেঙ্গা নয় বরং মায়ের ভিনটেজ শাড়িকেই বেছে নিয়েছিলেন সোনাক্ষী । নববধুর হাতের নকশাই যেন সবচেয়ে বেশি সকলের নজর কেড়েছিল। নিজের বিয়ের সাজে বরাবরই ঐতিহ্য মানতে চেয়েছিলেন তিনি। তাই মেহেন্দি নয়, সাবেক রীতি মেনেই হাতে আলতা পরেন সোনাক্ষী।
সোনাক্ষী-জহিরের গ্র্যান্ড রিসেপশন আয়োজন ছিলো শিল্পা শেট্টির বিলাসবহুল হোটেল বাস্তিয়ানে। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে ফুরফুরে মেজাজে ধরা দেন এই নবদম্পতি। ছবি শিকারীদের সঙ্গে বসেও ছবি তোলেন তারা।
রোববার রাতে সোনাক্ষী নিজে তার অফিসিয়াল পেজে বিয়ের ছবি পোস্ট করেন। বাবা শত্রুঘ্ন সিনহার হাত জড়িয়ে জাহির ইকবালের সঙ্গে নতুন পথ চলা শুরু করেন সোনাক্ষী।