সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

বলিউডের ‘গোপন’ অতীত ফাঁস করলেন মনীষা  

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৭:৩৩ পিএম

নব্বই দশকের অত্যন্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী। রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া এই অভিনেত্রী কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে গণমাধ্যমে সব সময়েই খোলা মনে কথা বলেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, সম্প্রতি নব্বইয়ের দশকে বলিউডের অবস্থা নিয়ে মন্তব্য করেছেন মনীষা কৈরালা। একই সঙ্গে সে সময় অভিনেত্রীদের প্রতি ইন্ডাস্ট্রির মনোভাব কেমন ছিল, সে প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।

মনীষা জানান, নব্বই দশকে অভিনেত্রীরা মদ্যপান করলে, তা গোপন করে যাওয়ার নির্দেশ দেয়া হত। ‘সওদাগর’ সিনেমার সময় নরম পানীয়ের সঙ্গে ভদকা মিশিয়ে আমাকে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল মদ্যপান করছি, সেটা কাউকে না জানাতে। আমি নরম পানীয় খাচ্ছি, সেটাই বলতে বলা হয়েছিল। মনীষা এ বিষয়ে তার মাকে জানালে, মা সব সময় সত্যি কথা বলার পরামর্শ দেন তাকে। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সওদাগর’ ছিল মনীষা অভিনীত প্রথম ভারতীয় চলচ্চিত্র।

মনীষা বলেন, যদি আমি কারও সঙ্গে সম্পর্কে জড়াই, তা হলে আড়াল করব কেন? কেউ আমাকে তার জন্য বিচার করতেই পারেন। কিন্তু আমি আমার নিজের শর্তে বাঁচতে চাই। তিনি আরো জানান, সেই সময় ইন্ডাস্ট্রিতে নায়কের একাধিক প্রেমিকা থাকা নিয়ে কোনও সমস্যা ছিল না। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে বলতে হত, না, না আমায় কেউ স্পর্শ করেনি! ফলে অনেকেই মনে করতেন, অভিনেত্রীদের সঙ্গে সহজেই সম্পর্কে জড়ানো যায়।

মনীষা এমনও জানান, কোনও অভিনেত্রী যদি তার ব্যক্তিগত জীবনে বেশি মন দিতেন, তা হলে অনেকেই নাকি তাকে অপেশাদার বলে মনে করতেন। মনীষার স্পষ্ট কথা, ব্যক্তিগত জীবন বা কারও সঙ্গে সম্পর্কে থাকার অর্থ এটা নয় যে, আমি কাজের প্রতি সৎ থাকব না। মনীষার বলেন, সেই সময় ইন্ডাস্ট্রিতে খুবই সঙ্কীর্ণ মনোভাবের দাপট ছিল, যার সঙ্গে আমি নিজেকে মেলাতে পারেননি।

চলচ্চিত্র জীবনে মনীষা কৈরালা তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি স্ক্রিন পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন। ২০০১ সালে নেপাল রাজ্য তাকে নেপালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহু’য় ভূষিত করে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কৈরালা নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা দমন, মানব পাচার ও ক্যান্সার বিষয়ক সচেতনতায় কাজ করেন।

এনএন
বিগত দু’দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
নিউইয়র্ক সিটিতে সম্প্রতি হয়ে গেলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট ‘মেট গালা’ ফ্যাশন প্রদর্শনী। ভারতীয় তারকারা এবার দ্যুতি ছড়িয়েছেন এই ইভেন্টে।
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত