মাদক মামলায় রিমান্ডে থাকা চিত্রনায়িকা পরীমনি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে তার কর্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, সিনেমায় কাজ দেওয়ার কথা বলে কেউ খারাপ আচরণে করেছেন— এমন কোনো অভিযোগ পরীমনি করেননি। কোনো ব্যবসায়ীও অভিযোগ করেননি পরীমনি তার কাছ থেকে টাকা নিয়েছেন। আরও পড়ুন: 'আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে' চিৎকার করে বললেন পরীমনি
এদিকে পরীমনির ঘনিষ্ঠজনদের তালিকা তৈরির গুঞ্জনের বিষয়ে পুলিশ কমিশনার জানান, পুলিশ কেন তালিকা করবে? অনেকে ভয়ে বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে জানতে চাচ্ছে 'আমি কি বাড়িতে থাকব? অমুক মিডিয়া থেকে ফোন করা হয়েছে, পরীমনি আমার নাম বলেছে'। আমি পাল্টা প্রশ্ন করেছি, আপনার বিরুদ্ধে অভিযোগ কী? আপনার বিরুদ্ধে মামলা হয়েছে?'
তিনি বলেন, 'পরীমনির মামলাটি এখন যেহেতু সিআইডি তদন্ত করছে। আমি সিআইডি চিফের সঙ্গে কথা বলেছি। তিনি পরিষ্কারভাবে বলেছেন, পরীমনি সংশ্লিষ্ট বা কাউকে গ্রেপ্তার করার জন্য নামের তালিকা তৈরি করা হচ্ছে না।
'পরীমনির ঘটনার পরে আমরা যখন দেখলাম এ ধরনের কিছু অনৈতিক কাজ হচ্ছে, তখন আমরা অভিযানে গিয়েছি। যদি এ ধরনের কার্যকলাপ চলে তাহলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করব। একটি জিনিস স্বীকার করতে হবে, বাংলাদেশের আইনে এটি অত্যন্ত ছোট একটি অপরাধ', বলেন শফিকুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সাকলায়েনের সঙ্গে পরীমনির এই মামলায় কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, 'একজন বিসিএস ক্যাডার অফিসার এ ধরনের একটি অনৈতিক সম্পর্কে জড়াবে এটি কখনোই প্রত্যাশিত না।
একাত্তর/এসএ